বৃক্ষরোপন কর্মসূচি

হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন এ বৃক্ষরোপন ও বৃক্ষপ্রদান Astrology &Astrologer Welfare Association | বৃক্ষ রোপন ও পরিচর্যা কর্মসূচি. পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটি দেশের মোট আয়তনের শতকরা২৫ ভাগ বনভূমির প্রয়োজন | কাজেই আমরা সবাই গাছ রোপন করে দেশকে আরো প্রাকৃতিকবন্ধন হিসাবে গড়ে তুলতে চাই।

বৈভব। বিশালত্ব। বিশ্বাস।

বৈভব।বিশালত্ব।বিশ্বাস। তিরুপতি বালাজী নিয়ে এক নিঃশ্বাসে এই তিনটে বাক্য বললেই যেন অনেক কথা বলা হয়ে যায়। একেবারে আক্ষরিক অর্থে সারা বছরে প্লাস মাইনাস আড়াই কোটি মানুষ এই তীর্থ ক্ষেত্র দর্শন করেন। এর জন্য কোনও উপলক্ষ্য লাগে না।লাগে বিশ্বাস।আমার অসীম সৌভাগ্য যে এই বছরের শেষ ট্যুরটাই ছিল তিরুপতি।তিনটি ” ব” দিয়ে […]

শান্তির পদযাত্রা

গণতান্ত্রিক রাষ্ট্রে সংবিধান ও সুপ্রিমকোর্ট শেষ কথা বলে। রাষ্ট্রবাসীর উচিত প্রশাসন, সংবিধান ও বিচার ব্যবস্থার উপর ভরসা করা। সাম্প্রতিক CAB ও NRC নিয়ে যে নাশকতা মূলক কাজ হচ্ছে তা কখনই কাম্য নয়। মরছে মার খাচ্ছে সাধারণ মানুষ ধ্বংশ হচ্ছে জাতীয় সম্পত্তি। দেশের সার্বিক মঙ্গল কামনা করে তাই আজ সকাল 10টায় […]